১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের অধীন প্রণীত প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর বিধান অনুসারে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাজ সমূহ স্তর ভিত্তিক প্রস্ত্তত হয়ে থাকে। যথা রেকর্ড প্রণয়ন ও নকশা প্রস্ত্তত কাজে নিয়োজিত অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীর সাথে সংশ্লিষ্ট ক্যাম্প অফিসে অথবা উপজেলায় অবস্থিত সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে ভূমি মালিকগণ কাঙ্খিত সেবা গ্রহন করতে পারেন।
স্তর সমূহঃট্রাভার্স , কিস্তোর, খানাপুরী, থানাপুরী কাম বুঝারত, তসদিক, খসড়া প্রকাশনা, আপত্তি দায়ের, আপত্তি শুনানী, আপিল শুনানী, চুড়ান্ত প্রকাশনা। চুড়ান্ত প্রকাশনা ও পরচা বিক্রয় ছাড়া অত্র অফিসে আর কোন কাজ থাকে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস